Apan Desh | আপন দেশ

আ.লীগ নেত্রী ঝুমা তালুকদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ৫ নভেম্বর ২০২৫

আ.লীগ নেত্রী ঝুমা তালুকদার গ্রেফতার

জান্নাতুল ফেরদৌস আরা ওরফে ঝুমা তালুকদার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ওরফে ঝুমা তালুকদার গ্রেফতার। তার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি এ আসনের তিনবারের সাবেক এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। পরে নৌকার মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়