Apan Desh | আপন দেশ

কর্ণফুলীতে ‘ডিবি’ পরিচয়ে ডাকাতি, ১১ ভরি স্বর্ণ লুট

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৫:১৭, ১২ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে ‘ডিবি’ পরিচয়ে ডাকাতি, ১১ ভরি স্বর্ণ লুট

ছবি: আপন দেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে সশস্ত্র ডাকাত দল এক বিয়ের বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে। ডাকাতদলের সদস্য সংখ্যা ছিল ১০-১৫ জন।

শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

বাড়ির নববর মো. আরিফুল ইসলাম ও তার বড় ভাই মো. আলমগীর জানান, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে তারা রাত দেড়টার দিকে বাড়ি ফেরেন। এর কিছুক্ষণ পরই সাদা-আকাশি পোশাক পরা ৮ জন লোক অস্ত্র হাতে বাড়িতে প্রবেশ করে। তারা নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দেয়। ঘরে তল্লাশির কথা বলে।

আরও পড়ুন>>>ময়মনসিংহ বিভাগ থেকে দুর পাল্লার বাস চলাচল বন্ধ

ডাকাতরা ঘরে থাকা নারী-পুরুষ সবাইকে অস্ত্রের মুখে একটি কক্ষে আটকে রাখে। এরপর তারা আলমারি ও লকার ভেঙে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।

বাড়ির বড় ছেলে মো. আলমগীর অভিযোগ করেন, ঘটনার সময় পুলিশ তাদের বাড়ির মাত্র ১০ ফুট দূরে ছিল। ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও পুলিশ ধাওয়া দেয়নি বা কোনো ব্যবস্থা নেয়নি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছু হটে যায়। 

আলমগীর বলেন, পুলিশ নিষ্ক্রিয় থাকলে তারা নিজেরাই একটি প্রাইভেট কারে ডাকাতদের পিছু নেন। কিন্তু ডাকাতরা শান্তিরহাট এলাকা হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়দের ধারণা, ডাকাতদের কয়েকজন আগে থেকেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সাদা গেঞ্জি ও জিন্স প্যান্ট পরা ওই ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা যেতে পারে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী ও ওসি মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এসি মো. জামাল উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনি দিকনির্দেশনা দেয়া হয়েছে। ডাকাতরা একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি ফেলে গিয়েছিল। যা উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়