
ছবি : আপন দেশ
“ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরের জেলা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস-২০২৫ পালিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) জেলা প্রাণিসম্পাদ দফতরের আয়োজনে এ উপলক্ষে একটি র্যালী কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে দফতরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন<<>>বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এর উপপরিচালক আব্দুল আজিজ প্রধান, কুড়িগ্রাম সদর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী লিটু, কুড়িগ্রাম সদর ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নয়ন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডা. সুজন চন্দ্র বর্মন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।