
সংঘর্ষে আহত পুলিশকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে। ছবি: আপন দেশ
পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৫ পুলিশসহ ১০জন আহত হয়েছে। আহত এক যুবকের অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) এলাকায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিান চালিয়ে ৩ জনকে আটক করেছে । তারা হলেন- আমিনুল হক চৌধুরী (৪৫), পলাশ হাওলাদার (২৫) ও রমজান আলী (৬৫)।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার (০৮ অক্টোবর) রাতে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারের ঘটনা এটি।
স্থানীয়রা ও পুলিশ জানায়, লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারের ইজারাদার ডা. মফুজুল ও সোহাগ মাঝি গ্রুপের মধ্যে প্রতাবপুর পালপাড়া বাজারের ইজারাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ হয়। তারা দুজনেই বিএনপি নেতা। খবর পেয়ে পটুয়াখালী থানা পুলিশ ঘটনাস্থালে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে। এ সংঘর্ষে পুলিশের এএসআই জহির, এস আই আবদুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, মোঃ রানা ও সাইফুল ইসলামকে আহত হয়। তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় মফিজুল নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বাকি আহতরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ তথ্য জানান এক প্রত্যক্ষদর্শী। এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার সকালে আমিনুল হক চৌধুরী (৪৫), পলাশ হাওলাদার(২৫) ও রমজান আলী (৬৫) নামের তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পালপাড়া বাজারের ইজারা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার সোহাগ মাঝি ও তার সঙ্গীরা প্রতিপক্ষ স্থানীয় বিএনপি নেতা মফিজুলকে দা ও চল দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্বক জখম করে। এঘটনায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে সন্ত্রাসী পুলিশের উপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে এবং পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহম্মেদ সাংবাদিকদের জানান, হাটের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ঘটতে পারে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপর হামলা করা হয়, এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।