ছবি: আপন দেশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে বিলুপ্ত প্রজাতির সাড়ে ১৪ কেজি ওজনের একটি ঢাই মাছ ধরা পড়েছে। পরে মাছটি উন্মুক্ত নিলামে ৫৯ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন ৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো জাফরগঞ্জরের জেলে সুনাই হালদার সোমবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে তার ইঞ্জিনচালিত ট্রলার ও তার সহযোগীদের নিয়ে পদ্মা নদীর উজানে মাছ ধরতে যায়। ভোররাতে জাল তুলতেই দেখতে পান বড় একটি ঢাই মাছ ধরা পড়েছে।
আরওপড়ুন<<>>কালীগঞ্জে বিনামূল্যে বীজ-সার বিতরণ
পরে সাড়ে ১৪ কেজি ওজনের ঢাই মাছটি আজ সকালে দৌলতদিয়া আনো খাঁর মৎস্য আড়তে আনলে উন্মুক্ত নিলামে চান্দু মোল্লা প্রতি কেজি ৪ হাজর ১০০ টাকা কেজি দরে কিনে নেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি আমি ৫৯ হাজার ৪৫০ টাকায় কিনে নেই। এখন বিক্রির জন্য দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছি। মাছটি কিনতে পেরে আমার ভালো লাগছে। মাছটি প্রতি কেজি ১০০ টাকা লাভে বিক্রি করে দেব।
দৌলতদিয়া ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলেন, পদ্মার এ ধরনের বড় মাছ নিলামে উঠলে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লেগে যায়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































