
ছবি: আপন দেশ
গাজীপুরের কালীগঞ্জে আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মধ্যে শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বরে কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
আরওপড়ুন<<>>তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক
উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বসতবাড়িতে চাষের জন্য ৩শ’ কৃষককে বেগুন,পালংশাক, লালশাক,মটরশুটি, লাউ, মুলা ও বাটিশাকের বীজ এবং মাঠে চাষের জন্য ৫৪০ জন কৃষককে লাউ, বেগুন, মিষ্টিকুমরা ও শসার বীজসহ প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণিসহ গণমাধ্যমকর্মীরা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।