
ছবি: আপন দেশ
কুড়িগ্রামে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের আগমন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর এলাকার সবুজ পাড়াস্থ এবি পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পার্টির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দীক।
এতে সভাপতির বক্তব্য দেন এবি পার্টির কুড়িগ্রাম জেলা আহবায়ক ডা. মো. নজরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল।
জেলা সাংগাঠনিক সম্পাদক মো. রাজু আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- জেলা যুগ্ম আহবায়ক মো. ফজর আলী হক, অর্থ সম্পাদক পনির উদ্দিন ও জেলা যুগ্ম আহবায়ক মো. আমজাদ হোসেন সরকার।
আরওপড়ুন<<>>‘দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব’
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবু বকর সিদ্দীক বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার -এ তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবি পার্টি। পার্টির নীতি ও আদর্শকে অনুসরণ করে আমাদের সবাইকে জনকল্যাণমুখী কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এবি পার্টি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। সর্বদা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এ দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই। কুড়িগ্রামে তার আগমন যেন সফল ও স্বার্থক হয় সেলক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।