
ছবি: আপন দেশ
নরসিংদীতে প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসাকালীন রোগীদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত র্ঘটনার কারণে হাসপাতাল ভাঙচুর, নিয়োজিত ডাক্তার, নার্স, কর্মচারীদের শারীবিকভাবে লাঞ্ছিত-হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।
এতে জেলার সাড়ে ৩ শতাধিক হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বলেন, না বুঝেই ভুল চিকিৎসাসহ নানা অজুহাতে গত ১ বছরে জেলায় অন্তত অর্ধশত হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর, কর্মকর্তা-কর্মচারী, নার্স ও চিকিৎসক হয়রানির ঘটনা ঘটেছে।
আরওপড়ুন<<>>কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা
এসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্বাস্থ্য সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা -কর্মচারীদের নিরাপত্তা প্রদান, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করাসহ মোট ৫টি দাবি জানান তারা।
পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দফতরে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। ভবিষ্যতে এসব হামলা- ভাঙচুরসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে নরসিংদীসহ সারাদেশে চিকিৎসাসেবা বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন সমিতির নেতারা।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক-নার্সরা যথাসাধ্য চেষ্টা করে রোগীদের সেবা দিতে। সবাই আন্তরিকভাবে চান যেন রোগীরা সঠিক চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠেন। কখনও কখনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। এসব ঘটনার সঠিক তদন্তের আগেই ভুল তথ্য ছড়িয়ে ও অভিযোগ তুলে হাসপাতালে হামলা-ভাঙচুর হয়ে থাকে। চিকিৎসকসহ স্টাফরা শারিরীকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। আমরা চাই এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ফের না হয়। সব ঘটনার সঠিক তদন্ত করা হোক।
মানববন্ধনে জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এহতেশামুল হকের সভাপতিত্বে জেলাসহ ৬ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বক্তব্য দেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।