
ছবি : আপন দেশ
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় শ্রীনিধী রেল স্টেশনের পশ্চিম পাশে উপজেলার চান্দেরকান্দি এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফারি পুলিশ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা সকালে চান্দেরকান্দি এলাকার রেললাইনের মাঝখানে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
আরও পড়ুন<<>>বিদ্যুৎস্পৃষ্টে আইনজীবীর মৃত্যু
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল বলেন, সকাল ৯ টায় সংবাদ পাই শ্রীনিধী রেলস্টেশন এলাকায় আনুমানিক ১৬ বছর বয়সী অজ্ঞাত কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা কেউ তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি। প্রাথমিকভাবে আমরা মরদেহের শরীরে ট্রেনে কাটা পড়ার কোন চিহ্ন পাইনি। মরদেহ শনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে। খবরে ঘটনাস্থলে পৌঁছে বেলা ১ টায় উদ্ধার করি। পরে মরদেহটি নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।