
ছবি : আপন দেশ
টাঙ্গাইলে নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম রাজা (৩৫) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জেলা সদরের বেড়াবুচনা সবুজবাগে ঘরের আইপিএস চেক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
নিহত শরিফুল ইসলাম বেড়াবুচনা সবুজবাগে প্রবাসী শান্তাহার মিয়ার বড় ছেলে। মৃত্যুকালে সে স্ত্রী ও দুটি কন্যা সন্তান রেখে গেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজা তার ঘরের আইপিএস চেক করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় আশের পাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষনণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন<<>>দুর্গাপূজা উপলক্ষে ৪১ বিজিবি’র আর্থিক অনুদান
নিহতের বাবা প্রবাসী শান্তার মিয়া কুয়েত থেকে দেশে আসার পর তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
শরিফুল ইসলাম রাজা বেসকারী সংস্থা সেতু এনজিও‘র আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সেতু‘র চেয়ারম্যান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সেতু‘র নির্বাহী পরিচালক মীর্জা সাহাদত হোসেন, পরিচালক (প্রশাসন) বিমল চক্রবর্তী, টাঙ্গাইল প্রেসক্লাবের সহসভাপতি মো. নাসির উদ্দিন, দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার সহকারি সম্পাদক এস এম আওয়াল মিয়া। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।