
ছবি: আপন দেশ
পটুয়াখালীর কুয়াকাটায়জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের এক ইলিশ। পরে মাছটি নিলামে প্রতিকেজি ৩ হাজার ১২৫ হাজার হারে ৬ হাজার ৫৬২ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটার আশাখালি মৎস্য আড়তের মেসার্স হামিম ফিসে নিয়ে এলে ডাকের মাধ্যমে মাছটি বন্ধন ফিস-২ কিনে নেয়।
এর আগে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আশাখালীর মোহনায় জেলে গিয়াসউদ্দিনের জালে মাছটি ধরা পড়ে। বড় মাছ পেয়ে জেলেরা খুব খুশি।
আরওপড়ুন<<>>ভারত সীমান্তে ঢাকা দক্ষিণ ছাত্রলীগ নেতা গ্রেফতার
জেলে গিয়াসউদ্দিন বলেন, বঙ্গোপসাগরে আশাখালী মোহনায় পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে। আজ সকালে বাজারে নিয়ে আসার পরে নিলামে ৬ হাজার ৫৬২ টাকায় বিক্রি করেছি।
মাছটির ক্রেতা ইলিয়াস হোসেন জানান, ২ কেজি-আড়াই কেজির ইলিশ সচারাচর দেখা মেলে না। মাছটি বেশি দামে বিক্রির জন্য আমি ঢাকায় পাঠাব।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।