
ছবি: আপন দেশ
কালীগঞ্জে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা উদযাপন এবং পূজা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ মিত্র ভজনের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
আরওপড়ুন<<>>বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান,দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উপজেলার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা।
উপস্থিত অতিথিরা বলেন, শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যের মধ্যদিয়ে দূর্গাপূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা অপরিহার্য। পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বোপরি এলাকার জনগণের কাছে সহযোগিতা কামনা করেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।