Apan Desh | আপন দেশ

আজমতপুর কলেজে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আজমতপুর কলেজে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়

ছবি : আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর কলেজে লাগামহীনভাবে একাদশ শ্রেণীতে ভর্তির ফি নেয়ার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার নাম করে ভর্তি ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায় ছাড়াও ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, অত্র কলেজের শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে নিয়ামত আলী ১৪ সেপ্টেম্বর তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগে অত্র কলেজের এডহক কমিটি ও কলেজের অবৈধ ভারপ্রাপ্ত উল্লেখ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে উপবৃত্তির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নির্ধারিত ভর্তি ফি ১৫০০ টাকার স্থলে ৪৩০০ টাকা আদায় করা হচ্ছে। তাছাড়া প্রতিষ্ঠানে কোন নিয়ম শৃঙ্খলা মানা হয় না, নির্ধারিত সময় পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান না করানো, ১:৩০ মিনিটের মধ্যেই কলেজ ছুটি হওয়া, শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করা, কলেজের আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলার অভাব, প্রশাসনিক নানা অনিয়ম, শিক্ষার্থীদের লেখা পড়ার গুনগত মানের ঘাটতিসহ শিক্ষক-অভিভাবক দলাদলি বা গ্রুপিং-এ লিপ্ত রয়েছে।

অভিযোগে আরোও বলা হয়, অভিযোগের বিষয়টি তদন্ত, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ, অতিরিক্ত আদায়কৃত অর্থ শিক্ষার্থীদের ফেরত দেয়া এবং কলেজের শৃঙ্খলা ফেরাতে প্রবিধানমালা ২০২৪ অনুচ্ছেদ ৬৭ অনুযায়ী বিশেষ পরিস্থিতি কমিটি গঠনের অনুরোধ করেন।

আরও পড়ুন<<>>হলুদে সুদিনের স্বপ্ন দেখছে টাঙ্গাইলের কৃষকরা 

শিক্ষার্থীর অভিভাবক বাদল সরকার জানান, আমার মেয়ের ভর্তি বাবদ ৩৩০০ টাকা জমা দিয়েছি আরো এক হাজার টাকা জমা দিতে হবে।

আজমতপুর আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, এডহক কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত ও রেজুলেশন অনুযায়ী শিক্ষার্থীদের নিকট হতে ব্যাজ সোল্ডার ও ভর্তি ফি বাবদ ৪৩০০ টাকা আদায় করা হচ্ছে।

অনিয়ম ও অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এ টি এম কামরুল ইসলাম বলেন, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই বাছাই পূর্বক প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করতঃ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক মুঠোফোনে জানান, আর্থিক লেনদেনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। তবে শিক্ষার্থীদের নিকট হতে সরকারি নির্দেশের বাইরে অতিরিক্ত আদায় মোটেও গ্রহনযোগ্য নয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অভিভাবক মহল ও এলাকার সচেতন মহলরা বলেন, দীর্ঘদিন যাবৎ কলেজের অব্যবস্থাপনার কারনে কলেজের শিক্ষার পরিবেশ ব্যাহত এবং প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়