
বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না। পিআর মানে কি? ভোট দিলাম টাঙ্গাইলে এমপি পাইলাম নোয়াখালী।
পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় মানুষ বলে ভোট দিচ্ছি সন্দীপ এমপি পাইছি মালদ্বীপ। এমন হলে কি চলবে? এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সে পদ্ধতিতেই নির্বাচন হবে।
বুধবার (০৩সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টুকু। টাঙ্গাইল শহর ও সদর উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, টাঙ্গাইলে যে জনপ্রতিনিধি টাঙ্গাইলের মানুষই চিনবে। নোয়াখালীর মানুষ নোয়াখালীর জনপ্রতিনিধিকে চিনবে। এটাই তো হওয়ার কথা। কাজেই এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সে পদ্ধতিতে নির্বাচন হবে।
আরওপড়ুন<<>>মঞ্চের সামনে বসা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
টুকু আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ করে দিতে পারলে বিএনপি শেষ হয়ে যাবে। এটা মনে করে ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর জেল খাটিয়েছিলো। মনে করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর নাই শেষ হয়ে গেছে।
বিএনপির এ নেতা বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। এছাড়া অসংখ্য নেতাকর্মীকে জেলের ঘানি টানতে হয়েছে। তারপরেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে।
তিনি বলেন, এদেশটা আমাদের সকলের। সেজন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। এজন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন একটি স্লোগান দিয়েছে। সেটি হচ্ছে- ভোট দেব ধানের শীষে, দেশ গর্ব মিলেমিশে।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম , সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সিরিয়ার যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।