Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ২১:১৬, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:১৭, ১ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

ছবি: আপন দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানিয়েছেন, এটি ছিল সাতক্ষীরায় দলটির সবচেয়ে বড় র‍্যালি।

রোববার (০১ সেপ্টেম্বর) বিকেলে শহরের গণপূর্ত বিভাগের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে শেষ হয়। সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহব্য়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর পরিচালনায় আলোচনা সভা হয়।

আরও পড়ুন>>>আগস্টে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

হাবিবুল ইসলাম হাবিব: কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের একটি শক্তিশালী সংগঠন। তিনি নেতা-কর্মীদের আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জেতাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্ন জানান।

কাজী আলাউদ্দিন: কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিনও সভায় বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপি জন্ম থেকেই গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য আন্দোলন করছে। আজকের এ র‍্যালি প্রমাণ করে যে জনগণ এখনো বিএনপিকে বিশ্বাস করে ও পরিবর্তন চায়। তারা বলেন, সরকারের স্বৈরাচারী আচরণ ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন আরও জোরদার হবে।

র‍্যালিতে অংশ নেয়া নেতা-কর্মীরা জানান, এমন বড় ও সুশৃঙ্খল সমাবেশ আগে সাতক্ষীরায় দেখা যায়নি। এ আয়োজন তাদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়