Apan Desh | আপন দেশ

স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৫, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:৩৭, ৩০ আগস্ট ২০২৫

স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা 

ছবি: আপন দেশ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌর শহরে স্ত্রীর পাঠানো ডিভোর্স লেটার পেয়ে মজনু পারভেজ (৩৯) নামের এক মাইক্রোবাস চালক আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে তাড়াশ পৌর উত্তর ওয়াবদাবাদ এলাকা থেকে তার নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মজনু পারভেজ তাড়াশ পৌর শহরের মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ২৫ বছর আগে মজনু পারভেজ পার্শ্ববর্তী বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রোকসানা খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ১৬ বছর বয়সি এক ছেলে ও ৬ বছরের এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে অভাবের সংসারে উভয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকত। ৩ মাস আগে রোকসানা খাতুন সন্তানদের ফেলে বাবার বাড়ি যান।

আরও পড়ুন<<>>অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার

বেশ কয়েকবার পারিবারিকভাবে চেষ্টা করেও রোকসানা খাতুনকে আনতে ব্যর্থ হন মজনু পারভেজ। সপ্তাহখানেক আগে রোকসানা খাতুন স্বামী মজনু পারভেজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠান।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ডাক পিয়ন বাসায় এসে ডিভোর্স লেটার বাড়িতে দিয়ে যান। এরপর থেকে তিনি  বিষণ্নতায় ভুগছিলেন। পরে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘরে মজনু পারভেজের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, মজনু পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়