Apan Desh | আপন দেশ

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ৩০ আগস্ট ২০২৫

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার

ছবি: আপন দেশ

কুমিল্লায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার (৩০ আগস্ট) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। 

গ্রেফতারকৃতরা হলেন- রাকিব হোসেন সামির (১৯), সাইফুল ইসলাম মিজান (২১), ফাহিম (১৬), শাওন (১৭), ইমন (১৮), সিফাত (১৭), রানা (১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫), আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭), নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬), রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব (১৬), রাব্বি (১৬), সম্রাট (১৭) ও সাইমন (১৮)।

আরও পড়ুন<<>>পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা

শুক্রবার (২৯ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ওসি মহিনুল ইসলাম জানান, নগরীতে অপরাধ দমন কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম কেটিসিসি মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক উদ্ধার করেছে।

তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে অপরাধ দমনে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার ২১ গ্যাং সদস্যকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়