Apan Desh | আপন দেশ

নানা আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১০, ১৮ আগস্ট ২০২৫

নানা আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন

ছবি : আপন দেশ

র‌্যালি, মাছের পোনা অবমুক্ত করণ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে দেশের উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে একটি বনার্ঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরে স্বপ্ন কুঁড়ি হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

আরও পড়ুন<<>>খেলা দেখা নিয়ে দ্বন্দ্ব: জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ  

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান।

এর আগে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। শেষে কার্প মিশ্র মাছ চাষী নাগেশ্বরীর রেজাউল করিম ও তেলাপিয়া মাছ চাষী ফুলবাড়ীর সোহরাব হোসেনকে জেলা শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে স্মারক সম্মাননা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং মৎস্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়