Apan Desh | আপন দেশ

এবার জৈন্তাপুরে প্রকাশ্যে পাথর লুট 

সিলেট প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৩৪, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৩৫, ১৭ আগস্ট ২০২৫

এবার জৈন্তাপুরে প্রকাশ্যে পাথর লুট 

ছবি: আপন দেশ

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকা থেকে এখন প্রকাশ্যে পাথর লুট হচ্ছে। দিন-দুপুরে ছোট নৌকা ব্যবহার করে মূল্যবান পাথর, বিশেষ করে সাদা পাথর তুলে নিয়ে যাচ্ছে কিছু অসাধু চক্র। এ লুটের কারণে রাংপানি তার প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে।

সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হলো জৈন্তাপুরের শ্রীপুর এলাকার রাংপানি। এখানে পাহাড়ের বুক চিরে বয়ে আসা স্বচ্ছ জলধারা আর তার নিচে থাকা সাদা পাথরের অপূর্ব দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। অনেকেই জাফলং বা সাদাপাথরের মতো বিখ্যাত জায়গাগুলোর বিকল্প হিসেবে রাংপানিকেই বেছে নেন। কিন্তু স্থানীয় কিছু চক্রের কারণে এ প্রাকৃতিক সৌন্দর্যের ওপর এখন হুমকির কালো ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন>>>‘শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে অক্টোবরে’

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যখন সবাই জাফলং ও সাদাপাথরের সুরক্ষায় ব্যস্ত, তখন কিছু লোক রাংপানিকে টার্গেট করেছে। তারা ছোট নৌকায় করে পাথর তুলে নিয়ে যাচ্ছে। এ পাথর পাচারকারীরা এতটাই বেপরোয়া যে, পর্যটক বা পরিবেশকর্মীরা প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পর্যটক বলেন, আমরা কয়েকজন মিলে প্রতিবাদ করেছিলাম। তখন তারা আমাদের দিকে তেড়ে এসেছিল। মনে হলো তাদের কোনো ভয় নেই। পর্যটকদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাব ও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমনটা হচ্ছে।

অন্যদিকে জৈন্তাপুর উপজেলা প্রশাসন বলছে তারা এ বিষয়ে সচেতন। জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাভনী জানান, বিষয়টি জানার পরপরই সেখানে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, আমরা প্রাকৃতিক সম্পদ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। এরই মধ্যে বিজিবির সহায়তাও চাওয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়