Apan Desh | আপন দেশ

৯ দফা দাবিতে বিএডিসি শ্রমিকদের অবস্থান কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৭, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৩১, ১৭ আগস্ট ২০২৫

৯ দফা দাবিতে বিএডিসি শ্রমিকদের অবস্থান কর্মসূচি

ছবি: আপন দেশ

নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) শ্রমিকদের ন্যায্য মজুরিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

রোববার (১৭ আড়স্ট) দুপুরে উপজেলা বিএডিসি কার্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দেয় এবং ঘন্টব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে।

আরওপড়ুন<<>>জামায়াত নেতার মরদেহ উদ্ধার

এতে বক্তব্য দেন, শ্রমিক সমন্বয়ক রবিউল আলম, শ্রমিক সরদারর্দার মো.সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, অবিলম্বে শ্রমিকদের নিয়মিত করতে হবে এবং ২০২৫ সালের করা বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে ২০১৭ সালের নীতিমালা বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অন্যান্য দাবি হচ্ছে- দৈনিক মজুরি নির্ধারণ, কাজের সময় ও পরিমাণ সুনির্দিষ্ট করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, মৌসুম ভিত্তিক শ্রমিক ব্যবহারের পরিবর্তে সারাবছর কর্মসংস্থান নিশ্চিত করা, নারী শ্রমিকদের জন্য সমান মজুরি নির্ধারণসহ নয় দফা দাবি তুলে ধরেন তারা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়