
ছবি: আপন দেশ
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে তাদের পঞ্চগড় সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের বড়বাড়ি মেইন পিলার ৭৫৭ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ২৩ জনকে পুশইন করা হয়। এদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে।
আরওপড়ুন<<>>কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
পুশইন করার পর স্থানীয়রা দেখতে পেয়ে তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার পর বিজিবিকে খবর দেয়া হয়। পরে বিজিবি তাদের স্থানীয় ঘাগড়া সীমান্ত ফাঁড়ি ক্যাম্পে নিয়ে যায়। এর পর বিজিবি তাদের জিডিমূলে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তারা সবাই ভারতের বোম্বেসহ বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ২৩ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং আপাতত স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পুশ ইন হওয়া ব্যক্তিদের আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জিডির ভিত্তিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।