Apan Desh | আপন দেশ

সাতক্ষীরা জেলা বিএনপির বিজয় র‍্যালি 

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ২০:০১, ৬ আগস্ট ২০২৫

সাতক্ষীরা জেলা বিএনপির বিজয় র‍্যালি 

ছবি: আপন দেশ

গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরের ইটাগাছায় বিক্ষোভ সমাবেশ শেষে বিজয় র‍্যালি বের হয়। 

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। 

আরও পড়ুন>>>গণঅভ্যুত্থান দিবসে রাবি ছাত্রশিবিরের বিজয় র‌্যালি

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজিকন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান প্রমুখ। এ সময় জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা বিএনপি, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়