
ছবি: আপন দেশ
টাঙ্গাইলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস স্বরণে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ আগস্ট) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় তিনি বলেন, টাঙ্গাইলে সংগ্রামের অতীত ঐতিহ্য রয়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সকলকেই কৃতজ্ঞ থাকতে হবে। একই সঙ্গে তিনি জুলাই যোদ্ধাদের প্রতি সুন্দর আগামী বাংলাদেশ গড়ার জন্য নিজেদের প্রস্তুত করতেও তাগিদ দেন।
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা যে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছেন। তার যথাযথ সম্মান রাখতে তোমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার মধ্যেদিয়ে নিজের মেধা ও যোগ্যতায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
আরওপড়ুন<<>>‘আওয়ামী লীগকে বারবার সতর্ক করেছি, কথা শোনেনি’
সমাবেশে বিশেষ অতিথি পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জুলাই শহীদদের প্রতিটি নিহতের বিচার বাংলার মাটিতে নিশ্চিত হবে। তিনি আরও বলেন, আগষ্ট পরবর্তীতে আমরা যারা দ্বায়িত্বপ্রাপ্ত হয়েছি তারা সত্যের পথে নির্ভীক এবং নিষ্ঠার সঙ্গে কাজ করবে এইটুকু আস্থা আমাদের ওপর রাখতে পারেন আপনারা। আমাদের বুলেট আর কখনোই নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেবেনা কথা দিতে পারি।
এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার।
জুলাই শীর্ষক অভিভাবক সমাবেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত জুলাই শহীদ মারুফের মা মোর্শেদা বেগম, শহীদ ইমনের মা রীনা খাতুন, শহীদ সাদিকের বাবা আব্দুস সাত্তার, আহত চলচ্চিত্র নির্মাতা রিজুর মা’সহ অনেকেই তাদের সন্তানদের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার সৃতিচারণ করেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।