
ছবি: আপন দেশ
নরসিংদীর রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল মিয়ার দুই নারী সহযোগীকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। আটক নারীরা হলেন, ফিরোজা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৫০)।
আরওপড়ুন<<>>তিন ঘন্টার বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, মানুষের দুর্ভোগ
বায়েজিদ বিন মনসুর বলেন, রোববার (২৭ জুলাই) উপজেলার শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এ সময় একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রামদা, একটি লোহার পাইপ ও একটি শীতলপাটি উদ্ধারসহ ওই নারীদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রগুলো সম্প্রতি গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বলে জানান আটকরা। বর্তমানে এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সোহেলের সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পুলিশ সুপার।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।