Apan Desh | আপন দেশ

সমাবেশে যোগ দেয়া হলো না জামায়াত নেতার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৬, ১৯ জুলাই ২০২৫

সমাবেশে যোগ দেয়া হলো না জামায়াত নেতার

ছবি : আপন দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে যোগ দিতে বাসযোগে ঢাকায় আসছিলেন মাওলানা আবু সাঈদ। কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সে সমাবেশে যোগ দিতে পারলেন না বাগেরহাটের দাকোপ উপজেলা এ জামায়াত আমির। ফরিদপুরের ভাঙ্গা মোড়ে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। 

এ সময় গুরুতর আহত হয়েছেন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথ্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৯ জুলাই) রাত পৌণে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন সবাই। এ সময় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ দেখতে পান, তার গাড়ির ব্যানারটি খুলে গেছে। ঠিক করার জন্য তিনি নিজেসহ কয়েকজন কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা রয়্যাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন। আর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। 

মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে। এবার তার বড় মেয়ে জুই খাতুনের বিয়ে হয়ে গেছে। মেজো মেয়ে তাহেরা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। সেজো মেয়ে হুমায়রা খাতুন এ বছর চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। আর ছোট মেয়ে যুথী অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে। মাওলানা আবু সাঈদের কফিন দাকোপে আনা হয়েছে। সেখানে পারবারিক ও সাংগঠনিকভাবে বসে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
 
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, রাত ৩টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া দুই-তিন জন আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শনিবার (১৯ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে খুলনা জেলা ও মহানগর থেকে ২৬০টি বাস ও ট্রেনের একটি বগি ভর্তি করে নেতাকমীরা ঢাকায়ে গেছেন। খুলনা মহানগর জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ১১০টি বাসের ব্যবস্থা করেছে। এসব যানবাহনে প্রায় ৭ হাজার নেতাকর্মী ঢাকায় গেছেন। এছাড়া ট্রেনের একটি বগিও রিজার্ভ ছিল। পাশাপাশি, ব্যক্তি উদ্যোগেও অনেকে সমাবেশে যোগ দিচ্ছেন।

অন্যদিকে, খুলনা জেলা জামায়াতের পক্ষ থেকেও নেয়া হয়েছে আলাদা প্রস্তুতি। জেলা ইউনিটের আয়োজনে প্রায় ১৫০টি বাসে ঢাকায় যাচ্ছেন।

জামায়াতের খুলনা মহানগর সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল বলেন, এ মহাসমাবেশে খুলনার নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে বেশিরভাগ গাড়ি ঢাকায় পৌঁছেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়