Apan Desh | আপন দেশ

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে আ.লীগ-ছাত্রলীগের তুমুল সংঘর্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৬:৩৭, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে আ.লীগ-ছাত্রলীগের তুমুল সংঘর্ষ

ছবি: আপন দেশ

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশ শেষে ফেরার পথে নেতাকর্মীদের বহরে হামলা করলে এ সংঘর্ষ শুরু হয়।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার পর থেকে এ ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
 
বিকেল সোয়া ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, সড়কে হামলাকারীদের ছোড়া ইটপাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টিয়ার গ্যাসের সেলও পড়ে থাকতে দেখা গেছে। এনসিপির সমাবেশের জন্য তৈরি মঞ্চে থাকা চেয়ার সড়কে এনে অগ্নিসংযোগ করেন হামলাকারীরা। 

এদিকে দু’পক্ষের সংঘর্ষ চলার মধ্যেই ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। 

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়