
ছবি : আপন দেশ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিং–সংলগ্ন সড়কের ওপর ধানবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়েছিল। ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। সোমবার (১৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে ট্রাকটি সরানো হলে প্রায় ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণে কালিয়াকৈর-ধামরাই সড়কে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে সোনাখালী রেলক্রসিং–সংলগ্ন একটি গর্তে ধানবাহী ট্রাকটি আটকে বিকল হয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটিকে সেখান থেকে সরাতে পারেননি চালক। এরপর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাদির উজ-জামান জানান, এ ঘটনার পর ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।
পরে রেলক্রসিং থেকে ট্রাকটি সরানো হলে রেলপথটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।