Apan Desh | আপন দেশ

যাত্রাপুর নৌকা ঘাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে চরবাসীর মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:১৮, ১২ জুলাই ২০২৫

যাত্রাপুর নৌকা ঘাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে চরবাসীর মানববন্ধন

ছবি: আপন দেশ

কুড়িগ্রাম সদর উপজেলার ঐতিহ্যবাহী যাত্রাপুর নৌকা ঘাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চরাঞ্চলের মানুষ। শনিবার (১২ জুলাই) দুপুরে যাত্রাপুর ইউনিয়নের ঘাট এলাকায় এ মানববন্ধন করা হয়। এতে শতাধিক চরের বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যাত্রাপুর হাটে প্রতি শনিবার ও মঙ্গলবার আশপাশের চরাঞ্চল থেকে হাজার হাজার মানুষ হাটে আসেন। কিন্তু ঘাট পারাপারের সময় নির্ধারিত খাজনার চেয়ে দ্বিগুণ টাকা আদায় করা হচ্ছে। কৃষিপণ্য নিয়ে আসা বিক্রেতাদের কাছ থেকেও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। যা সম্পূর্ণ অনিয়ম ও অবৈধ।

বক্তারা আরও বলেন, অতিরিক্ত খাজনার কারণে চরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়া তো দূরের কথা, খরচ উঠানোই দুষ্কর হয়ে পড়েছে। ফলে এ পরিস্থিতি চরের দরিদ্র জনগোষ্ঠীর উপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন যাত্রাপুর হাটের বিশিষ্ট ব্যবসায়ী অবসরপ্রাপ্ত আর্মি সদস্য নজরুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, ৬নং ওয়ার্ড সদস্য আবু রায়হান, আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়