
ছবি : আপন দেশ
সাতক্ষীরায় দায়িত্ব পালনের সময় হার্ট অ্যাটাকে (স্ট্রোক) আক্রান্ত হয়ে সাঈদুজ্জামান নামের পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় দায়িত্বরত অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (১১ জুলাই) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন। উপ-পরিদর্শক সাঈদুজ্জামান (৪৯) কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সাঈদুজ্জামান। তাৎক্ষণিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মমতাজ মজিদ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ওই চিকিৎসক নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। শুক্রবার সকালে পুলিশ লাইনে জানাজা নামাজ শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।