Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে তিন স্কুলের একজনও পাস করেনি!

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪০, ১০ জুলাই ২০২৫

কুড়িগ্রামে তিন স্কুলের একজনও পাস করেনি!

ছবি: আপন দেশ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কুড়িগ্রাম জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ফল প্রকাশের পর বিষয়টি জানাজানি হলে জেলা জুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়।

শতভাগ ফেল করা তিনটি বিদ্যালয় হলো—কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী উপজেলার নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়।

পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবার একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত ও ২০১৪ সালে একাডেমিক স্বীকৃতি পেলেও এখনো এমপিওভুক্ত নয়। বর্তমানে সেখানে শিক্ষক আছেন ৯ জন।

পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই ফেল করে। 

নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হতে পারেনি। প্রধান শিক্ষক আবু তালেব জানান, বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২৩ সালে নবম ও দশম শ্রেণিতে পাঠদানের অনুমতি পায়। আশপাশের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের, যারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজের পাশাপাশি লেখাপড়া করে। বর্তমানে বিদ্যালয়টিতে ৪ জন শিক্ষক ও ১৮৫ জন শিক্ষার্থী রয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আমি সদ্য যোগদান করেছি। শতভাগ ফেল করা এসব বিদ্যালয়ের অবস্থা সম্পর্কে এখনো অবগত নই। দ্রুতই সরেজমিন তদন্ত করে কারণ অনুসন্ধান করা হবে। প্রধান শিক্ষকদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

এদিকে, দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর বোর্ডে পাসের হার ৬৭ শতাংশ ও ফেল করেছে ৩৩ শতাংশ শিক্ষার্থী। কুড়িগ্রাম জেলার পাসের হার ৬২.৩৫ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৫৮ জন শিক্ষার্থী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়