Apan Desh | আপন দেশ

পটিয়ায় জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা, জিডি করলেন বৃদ্ধ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ৯ জুলাই ২০২৫

পটিয়ায় জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা, জিডি করলেন বৃদ্ধ

ছবি: আপন দেশ

চট্টগ্রামের পটিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন এক বৃদ্ধ। তিনি পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুব বাবুলের বাড়ির মৃত আবিদুর রহমানের ছেলে সোলতান আহমদ চৌধুরী (৬৯)। এ ঘটনায় তিনি পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, বুধবার (০৯ জুলাই) সকাল ৮টার দিকে সুচক্রদণ্ডী মৌজার আরএস ২৩২১ ও ২৩২২ দাগের জমিতে কিছু ব্যক্তি জোরপূর্বক নির্মাণ সামগ্রী মজুত করে কাজ শুরু করেন। জমিটি নিয়ে সোলতান আহমদ চৌধুরীর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সোলতান আহমদ জানান, আমি বিবাদ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার চেষ্টা করেছি। কিন্তু প্রতিপক্ষ কেউ কোনো সিদ্ধান্ত মানতে রাজি হয়নি। এখন তারা আমার ক্রয়কৃত জমিতে জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করতে চাইছে। আমি বাধা দিলে তারা উল্টো হুমকি দেয় ও মারমুখী আচরণ করে।

আরও পড়ুন>>>চট্টগ্রামে আবারও উন্মুক্ত নালায় পড়ে শিশুর মৃত্যু

তিনি আরও বলেন, জমি দখলকে কেন্দ্র করে যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

অভিযুক্তরা হলেন- ১. মো. রেজাউল হক (৩৫), পিতা- মো. এ কে ফজলুল হক, গ্রাম- খানমোহনা, ধলঘাট ইউপি ২. মো. রমজান আলী (৩২), পিতা- আবদুল আলিম, গ্রাম- করল মাহাবুব চেয়ারম্যানের বাড়ি, ভাটিখাইন ইউপি ৩. মো. সফিকুল ইসলাম চৌধুরী (৪০), পিতা- মৌলভী আব্দুর রহিম, গ্রাম- আজিমপুর অলিরহাট, কচুয়াই ইউপি ৪. মো. রহমত উল্লাহ (৩০), পিতা- মো. হোসেন, গ্রাম- দক্ষিণ করলডেঙ্গা, বোয়ালখালী।

পটিয়া থানার এসআই মো. কামাল মিয়া জানান, ঘটনার বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে বলা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়