Apan Desh | আপন দেশ

‘ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫

‘ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে’

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে। জাতির সত্যিকার অর্থে নবজন্ম হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এটা একমাত্র সুযোগ। আর আমাদের এটি গ্রহণ করতেই হবে। এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো উপায় নেই।

আরওপড়ুন<<>>‘বিকেলের মধ্যে ফরিদপুরে অবরোধ না তুললে বলপ্রয়োগ’ 

ড. ইউনূস বলেন, সমঝোতা বলেন, ঐক্য বলেন আর যাই বলেন, যখন নির্বাচনে যাব তখন একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আমরা রাখবো না।

তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে। এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার যাতে না আসতে পারে সেজন্যই সংস্কার প্রয়োজন। ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ বন্ধ করে দিতে চাই।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়