Apan Desh | আপন দেশ

পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হব: শাহজাহান

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হব: শাহজাহান

ছবি: আপন দেশ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, সবার আগে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা জামায়াতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ শাহজাহান বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই। আর নির্বাচন চাই বলেই আমরা সকল আসনে প্রার্থী নিশ্চিত করেছি। কিন্তু নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে।

আরওপড়ুন<<>>‘পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইলেজশন এখন সময়ের দাবি’

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. জাফর সাদেক, রাঙামাটি ২৯৯ নম্বর  সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহাম্মদ।

জেলা জামাতের সেক্রেটারি মনসুরুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. জাহাঙ্গীর আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল বারাকাত, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ছিদ্দিকী, মো. নুরুল করিম, মো. আবদুস সালাম  এবং উপজেলার সকল আমীর ও রুকন সদস্য।

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত জিএস এসএম ফরহাদের পিতা মাওলানা ফোরকান আহমদ উপস্থিত হয়ে সকল রুকনদের মিষ্টিমুখ করান এবং ফরহাদের জন্য দোয়া চান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়