
ছবি: আপন দেশ
কাপ্তাই হ্রদের মাছ যেন স্থানীয়রা খেতে পারে, এমন ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তা ও ব্যসায়ীদের নির্দেশনা দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক ( ডিসি) মোহাম্মদ হাবিবুলাহ।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, আমার জেলার মানুষ কাপ্তাই হ্রদের মাছ পাচ্ছে না, আমি নিজেও এ হ্রদের মাছ খেতে পারছি না। বাজারে দেখি দুর্গন্ধযুক্ত সব পুকুরের মাছ। আমি অনুরোধ জানাব, মৎস্য সংশ্লিষ্ট সকলে এ বিষয়ে অবহিত হবেন।
আরওপড়ুন<<>>ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
তিনি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ( বিএফডিসি) জেলা পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এখানে মাছের সয়লাব হওয়ার কথা। এত মাছ কোথায় যায়। আপনারা আলোচনায় বসুন। জেলা প্রশাসন আপনাদের পাশে রয়েছে।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।