Apan Desh | আপন দেশ

নারীকে লাথি মেরে ভাইরাল সেই জামায়াত কর্মী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০১, ১ জুন ২০২৫

নারীকে লাথি মেরে ভাইরাল সেই জামায়াত কর্মী গ্রেফতার

ছবি: আপন দেশ

চট্টগ্রাম প্রেস ক্লাব সংলগ্ন বেসরকারি ইন্ডিপিনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে এক নারীকে লাথি মেরে আহত করা জামায়াতে ইসলামীর সেই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০১) দুপুরে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার জামায়াত কর্মীর নাম আকাশ চৌধুরী।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, আজ দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে আকাশকে চট্টগ্রামের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। বিস্তারিত পরে জানানো হবে।

জানা যায়, বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের ডাকা মানববন্ধনে হামলা চালায় শাহবাগবিরোধী ঐক্য। এতে অন্তত ১৫ জন আহত হন। এদিন একজন নারীকে লাথি মারার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। লাথি মারা ওই যুবকের নাম আকাশ চৌধুরী। তিনি চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা এলাকার নেছার আহদের ছেলে ও মহানগর জামায়াতের কর্মী বলে জানা গেছে।

আরওপড়ুন<<>>দেশের প্রথম মনোরেল হচ্ছে চট্টগ্রামে

এদিকে, শুক্রবার (৩০ মে) আকাশকে নিজেদের কর্মী স্বীকার করে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এক প্রেস বিবৃতিতে ওই ঘটনার নিন্দা জানিয়ে আকাশকে বহিষ্কার করে দলটি। ঘটনার দিন তিনি সংগঠনের অনুমতি ছাড়া সেখানে যান বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। এ কারণে তার দায়িত্ব দলটি নেবে না বলেও জানিয়েছে তারা।

চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৮ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণিত দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেদিন প্রেস ক্লাবে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচি সম্পর্কে আমরা পূর্ব থেকে অবগত ছিলাম না। সুতরাং আমাদের কোনো স্তরের জনশক্তিকে সেখানে যাওয়ার নির্দেশ দেয়ার প্রশ্নই ওঠে না।

সেদিন সংঘটিত ঘটনার সঙ্গে জামায়াতের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। অতএব এ ঘটনার কোনো দায়দায়িত্ব জামায়াত বহন করবে না। সেদিনের অনভিপ্রেত ঘটনার দায় কেবলমাত্র সেখানে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর বর্তায়। আমরা কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়ার পক্ষপাতী নই। তাই কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে শৃঙ্খলাভঙ্গের দায়ে ও উপর্যুক্ত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

বিবৃতির বিষয় নিশ্চিত করে মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ জানান, সংগঠনের সিদ্ধান্তক্রমে এ বিবৃতি দেয়া হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়