
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তারা হলেন—শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) এবং একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। উভয়েই ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার বিপরীতে ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে স্থানীয় ছয় ব্যক্তি ভারত সীমান্তের অন্তত দেড়শ’ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে রবিউল ও আজাদ আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, সীমান্তে দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আপন দেশ/জেডআই
অঅপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।