Apan Desh | আপন দেশ

বিজিবির অভিযানে ২২ গরু জব্দ, প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ২১ মে ২০২৫

আপডেট: ১৯:৫২, ২১ মে ২০২৫

বিজিবির অভিযানে ২২ গরু জব্দ, প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

ছবি: আপন দেশ

রাজশাহীতে ২২টি গরু ও দুটি নসিমন গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে গরুগুলো দেশী দাবি করে অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (২১ মে) দুপুরে গরুর মালিক ও হাট ইজারাদাররা রাজশাহী বিজিবি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।

ব্যাপারীদের অভিযোগ, পবা উপজেলা থেকে গরু নিয়ে আসার সময় রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার, বাকশারা ও দুয়ারী মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয়। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিজিবি-১ এর বিভিন্ন অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

শাফিকুল ইসলাম নামের এক ব্যাপারী জানান, তিনি একটি নশিমনে পবা থেকে ছয়টি গরু নিয়ে আসছিলেন। বায়া বাজার এলাকায় বিজিবি সদস্যরা গাড়ি থামিয়ে গরুগুলো জব্দ করেন। তার দাবি, এসব গরুর বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।

আরওপড়ুন<<>>চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই ছাত্র আটক

একইভাবে বাকশারা এলাকা থেকে রবিউল ইসলাম, রুবেলের আটটি গরু ও আতিকুল ইসলামের আটটি গরু জব্দ করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা বলে দাবি সংশ্লিষ্টদের।

হাট ইজারাদারদের পক্ষ থেকে জানানো হয়, বিজিবি কর্মকর্তারা তাদের আশ্বস্ত করেছেন— যাদের গরুর বৈধ কাগজপত্র আছে, তারা কাস্টমস অফিসে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঈদের আগে আর কোনো গরু আটক করা হবে না বলেও জানানো হয়েছে।

ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আমরা তানোরের বিভিন্ন গ্রামের কৃষকের কাছ থেকে গরু কিনে এনেছি। গরুগুলো সব গরু দেশী, এগুলো ভারতীয় গরু নয়।

অন্যদিকে, বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া গেলেও নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, জব্দ করা গরুগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে। সেগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়