Apan Desh | আপন দেশ

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আহত শিশুদের একজনের মৃত্যু

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৪, ১৯ মে ২০২৫

আপডেট: ১৭:৪৮, ১৯ মে ২০২৫

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আহত শিশুদের একজনের মৃত্যু

প্রতীকী ছবি

যশোর শহরের শংকরপুর এলাকায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে একন মারা গেছে। সোমবার (১৯ মে) দুপুরে ঢাকায় নেয়ার পথে মারা যায় গুরুতর আহত শিশু খাদিজা খাতুন (৫)।

হতাহত শিশুরা শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের সন্তান। আহত অপর দুজন হলেন, সজিব আহম্মেদ (৭) ও আয়েশা সুলতানা (৩)।

ওই শিশুদের মা সুমি খাতুন বলেন, যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক খাদিজা ও সজিবকে ঢাকায় নিতে বলেন। পথে নড়াইলে খাদিজার মৃত্যু হয়েছে। সজিবের একটি হাত কেটে ফেলতে হয়েছে।

প্রতিবেশী আক্তারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে শাহাদাত হোসেনের বাড়িতে যান। সেখানে তিন শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি দ্রুত তাদের উদ্ধার করেন।

আরওপড়ুন<<>>কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে একই পরিবারের ৩ শিশু আহত

তিনি আরও জানান, সকালে শিশু সজিব বাড়ির পাশের মাঠে খেলার সময় একটি টেপ দিয়ে মোড়ানো বস্তু কুড়িয়ে পান। সেটি হাতে করে বাড়িতে এনে দুই বোনের সঙ্গে খেলতে গেলে হঠাৎ সেটি বিস্ফোরিত হয়।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম রঞ্জু বলেন, বিস্ফোরিত বোমার আঘাতে খাদিজার পেটের নাড়িভুড়ি ছিন্নভিন্ন হয়ে যায়। সজিবের একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি কেটে ফেলা হয়েছে। তাদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছিল।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিবারের সদস্যরা বলছেন, বোমাটি তাদের ছেলে সজিব বাইরে কুড়িয়ে পায়। তবে তদন্ত করা হচ্ছে, বোমাটি ঘরে ছিল, নাকি বাইরে থেকে শিশুরা নিয়ে এসেছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়