Apan Desh | আপন দেশ

কৃষক দল-যুবলীগ নেতার মসজিদের টাকা আত্মসাৎ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ২ মে ২০২৫

কৃষক দল-যুবলীগ নেতার মসজিদের টাকা আত্মসাৎ

ছবি: আপন দেশ

গাইবান্ধায় মসজিদে জায়গা বিক্রি করার কথা বলে নেয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কৃষক দল ও যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে গাইবান্ধা-নাকাইহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (০২ মে) দুপুরে কলেজ রোড তিনগাছ তলা সংলগ্ন এলাকায় আল-আকসা জামে মসজিদের সামনে এ বিক্ষোভ করেন তারা।

অভিযুক্তরা হলেন, জেলা কৃষকদলের অন্যতম সদস্য আল আমিন ও জেলা যুবলীগের অন্যতম সদস্য মোমিন। এছাড়া আল আমিন ওই মসজিদের সাবেক সভাপতি ও মোমিন সাবেক সাধারণ সম্পাদক।

বিক্ষোভে এলাকাবাসী ও মুসল্লিরা জানান, রুহুল আমিন মসজিদে জায়গা বিক্রি করার কথা বলে ১১ লাখ সাড়ে ৫ হাজার টাকা নিয়েছেন। কিন্তু টাকা নিলেও দীর্ঘদিনেও জমি দলিল করে দেননি তিনি। বিষয়টি নিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও বিএনপির প্রভাব দেখিয়ে এ বিষয়ে তোয়াক্কা করেননি ওই কৃষক দল নেতা। কৃষকদল নেতা আল আমিন ও যুবলীগ নেতা মোমিন যোগসাজশে মসজিদের এসব টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

আরওপড়ুন<<>>ব্যর্থ প্রেমিকা গায়ে আগুন, অত:পর...

মসজিদের সাবেক ক্যাশিয়ার ও ব্যবসায়ী মাসুম বলেন, মসজিদের জায়গা বিক্রি করতে চাইলে আমরা রুহুল আমিন ওরফে আল আমিনকে ১১ লাখ সাড়ে ৫ হাজার টাকা দেই। এ টাকা এলাকাবাসীসহ বিভিন্ন ব্যক্তির দানের টাকা। কিন্তু আল আমিন টাকা নিয়ে আজও জায়গা দলিল করে দেননি। তিনি ৫ শতক জায়গার বাকি ৩ লাখ ৯৪ হাজার টাকাও নেয় না। আমাদের দেয়া ১১ লাখ সাড়ে ৫ হাজার টাকাও ফেরত দেয় না।

অভিযোগ করে তিনি বলেন, আজ আমরা জমি এবং টাকার কথা বলতে গেলে হুমকি দেয়া হয়। মামলার ভয় দেখানো হয়। আমরা এ ঘটনার প্রতিকার চাই। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ওই মসজিদের মুসল্লি সুমন বলেন, আমরা অনেক কষ্টে মসজিদের জায়গার জন্য ১১ লাখ টাকা দিয়েছি। কিন্তু রুহুল আমিন ও মোমিন যোগসাজস করে টাকাটা আত্মসাৎ করেছেন। জমি রেজিস্ট্রি করে দেননি। বিভিন্ন সময়ে মসজিদের জমি দলিল করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও তালবাহানা করছেন। তাই বাধ্য হয়ে রাস্তায় বিক্ষোভে নেমেছি।

এদিন বিক্ষোভের শুরুতে অভিযুক্ত রুহুল আমিনের বউ এসে কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেন। পরে আন্দোলনকারীদের তোপের মুখে তিনি সটকে পড়েন।

অভিযোগের বিষয়ে জানতে জেলা কৃষক দলের সদস্য রুহুল আমিন ও জেলা যুবলীগের সদস্য মো. মোমিন মিয়ার সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়