Apan Desh | আপন দেশ

নারীর দিকে তাকানো নিয়ে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৯, ১ মে ২০২৫

নারীর দিকে তাকানো নিয়ে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০

ছবি: আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নারীর দিকে তাকানো ও পূর্বের একটি মোবাইল চার্জার কেনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উপজেলা ইউএনও-ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ঘটনাটি ঘটেছে। উপজেলার চানমনিপাড়া ও মোগলটুলা গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একাধিক দফায় চলে সংঘর্ষ।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় চানমনিপাড়া গ্রামের হালেমা বেগম তার ছেলে সাইফুল ইসলামকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে মোগলটুলা গ্রামের তৌহিদুল ইসলাম হালেমার দিকে তাকায়। এতে ক্ষুব্ধ হয়ে হালেমা তার সঙ্গে তর্কে জড়ান। পরে ছেলে সাইফুল এগিয়ে গিয়ে তৌহিদুলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এর কিছুক্ষণ পর উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামে।

প্রথমে কথা কাটাকাটি, পরে তা সংঘর্ষে রূপ নেয়। মোগলটুলা গ্রামের লোকজন সাইফুল ইসলামের বাড়ির দিকে হামলার উদ্দেশ্যে গেলে চানমনিপাড়া গ্রামের বাসিন্দারাও প্রতিরোধে নামে। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সরাইলের ইউএনও মোশাররফ হোসেন, ওসি রফিকুল হাসানসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকার জানান, দুই মাস আগে মোবাইল চার্জার কেনা নিয়ে এ দুটি গ্রামের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। সে পুরনো বিরোধের সঙ্গে আজকের ঘটনাটি যুক্ত হয়ে বড় সংঘর্ষে রূপ নেয়।

তিনি আরও বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ অভিযান চালায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে এলাকাবাসীর মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়