Apan Desh | আপন দেশ

সড়কে গাছ ফেলে কু‌ষ্টিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি   

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৭, ২২ মার্চ ২০২৫

সড়কে গাছ ফেলে কু‌ষ্টিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি   

হাসপাতালে চিকিৎসাধীন ডাকাতি হামলায় আহত বাসচালক

কু‌ষ্টিয়া‌র মিরপুরে সড়কে গাছ ফেলে এস‌বি সুপার ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করা হয়েছে।

শ‌নিবার (২২ মার্চ) ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার কু‌ষ্টিয়া-‌মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ভাঙা বট‌তলা নামকস্থানে এঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় বাসের চালক‌ আমজাদ হোসেন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতালে চি‌কিৎসা দেয়া হচ্ছে।

বাসচালক আমজাদ হোসেন বলেন, ঢাকা থেকে তাদের বাসটি কু‌ষ্টিয়ার উদ্দেশে রাত পৌ‌ণে ১১টার দিকে ছেড়ে আসে। কুষ্টিয়া কাউন্টা‌রে রাত সা‌ড়ে ৩টায় যাত্রী না‌মিয়ে সেহরী শেষ করে যাত্রী নামতে মে‌হে‌রপু‌র কাউন্টা‌রে যা‌চ্ছিলাম। এ সময় পথের মধ্যে ভোর রাত সা‌ড়ে চারটার দি‌কে উপজেলার ভাঙা বট‌তৈল নামক স্থানে পৌঁছালে সড়কে গাছ ফেলা ও এক‌টি ট্রাক আড়াআড়ি করে রেখে বাসের গতিরোধ করা হয়।

আরওপড়ুন<<>>ঈদের ছুটি-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

এরপর একদল মুখোশধারী ব্যক্তি দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে গা‌ড়ি থামা‌তে ব‌লে। আমি বাঁধা দি‌লে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কোপ দেই। আমি হাত দি‌য়ে ঠেকা‌নোর চেষ্টা কর‌লে এক‌টি আঙু‌লের রগ কে‌টে যায়। এরপর অস্ত্রের মুখে যাত্রী ও বা‌সস্ট‌াফ‌দের মারধর ক‌রে তা‌দের কাছ থেকে টাকা, মুঠোফোন ও অন্যান্য মালামালসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। 
বাসটিতে ৫ জন যাত্রী ও ৪ জন স্টাফ ছিল।

মিরপুর থানার ওসি ম‌মিনুল ইসলাম বলেন, বিষয়‌টি জেনেছি। তবে বাসটিতে তেমন যাত্রী ছিল না বলে জানতে পেরেছি। এ ঘটনার তদন্ত চলছে।

এ ব্যাপারে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা রয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের টিম কাজ করছে।

আপন দেশ/এমএস 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়