Apan Desh | আপন দেশ

গ্যাস বিস্ফোরণে শিশুসন্তানসহ দম্পতি দগ্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

গ্যাস বিস্ফোরণে শিশুসন্তানসহ দম্পতি দগ্ধ

ছবি : আপন দেশ

সপ্তাহ খানেক আগে সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছিল। এবার একই থানার আরেক এলাকায় গ্যাস বিস্ফোরণে ৫ বছরের শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন প্রতিবেশীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার দূর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মন্ডলের মালিকানাধীন ২ তলা ভাড়া বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. জাহাঙ্গীর (৪০), বিউটি বেগম (৩৫) ও তাদের মেয়ে তানহা (০৫)। জাহাঙ্গীর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. নামক একটি ওষুধ কারখানা ও তার স্ত্রী বিউটি পিকার্ড বাংলাদেশ লি. নামে একটি চামড়াজাত পণ্য কারখানায় চাকরি করেন। রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করত এ পরিবারটি।

সকালে রান্নার উদ্দেশে চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।

প্রতিবেশী হাবিব বলেন, সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে। ঘরের কিছু জিনিসও আগুনে পুড়েছে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে। বিস্ফোরণে তাদের ঘরের জানালাও বেঁকে গিয়েছে। ৩ জনই দগ্ধ, তাদের মধ্যে শিশুটিই বেশি দগ্ধ হয়েছে আমরা দেখেছি।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়, বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়