Apan Desh | আপন দেশ

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:০৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাটে চোর সন্দেহে জহির উদ্দিন বেচু (৪০) নামে এক এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ছবির পাইক গ্রামে ই ঘটনা ঘটে।

নিহত জহির উদ্দিন উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের মৃত মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বেচু প্রথমে মসজিদের তালা ভাঙতে চেষ্টা করলে মসজিদের ইমাম বিষয়টি আঁচ করতে পারে। পরবর্তীতে মসজিদের পাশে একটি চায়ের দোকানে ঢুকতে চেষ্টা করে। তাৎক্ষণিক ইমাম তার মোবাইল ফোনে চোরের বিষয়টি আশপাশের লোকজনকে জানায়। মুহূর্তেই লোকজন বেরিয়ে এসে ও্চই যুবককে ধাওয়া দেয়।

এ সময় পালাতে গিয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়দের গণপিটুনিতে গুরুত্বর আহত হন বেচু । পরে সকালে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

তারা আরও জানায়, বেচু খুঁটিনাটি চুরি করত, বড় ধরণের কোন চুরির সঙ্গে জড়িত ছিলনা।  তার কিছুটা মানসিক সমস্যা ছিল বলেও জানা যায়।  

কবিরহাট থানার ওসি মো.শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি দোকানে চুরি করার চেষ্টা করেন বেচু।  বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ঘেরাও করে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়