ছবি: আপন দেশ
কুষ্টিয়ায় গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি। শেখ হাসিনা সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে েএ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের চৌড়হাস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের পাঁচরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শহর শাখা শিবির আয়োজিত মিছিলে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এসময় ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করারও ঘোষণা দেন ছাত্রশিবির নেতারা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এখতিয়ার রহমান, শহর ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজা ও সেক্রেটারি আবু ইউসুফ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর সারা দেশে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে মামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী গণহত্যাকারীদের গ্রেফতার করেনি। বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে নতুন করে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছে। অবিলম্বে গণহত্যায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা না হলে ছাত্রশিবির আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের উচিৎ শিক্ষা দিতে আবারও রাজপথে নামবে। গণমিছিল ও সমাবেশ কর্মসূচিতে এতে শিবিরের কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































