Apan Desh | আপন দেশ

কভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৯, ১৬ ডিসেম্বর ২০২৪

কভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৫

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে কভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সোয়া ৯টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলকুটি থেকে ভৈরবের উদ্দেশে সিএনজি চালিত অটোরিকশা রওনা হয়। একই পথে নরসিংদী থেকে আরেকটি কভার্ডভ্যান ভৈরবের উদ্দেশে আসছিল। ভৈরবের জগন্নাথপুর এলাকা পার হওয়ার সময় অটোরিকশাকে কভার্ডভ্যান ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৩ নারীসহ ৫ জন নিহত হন।

ভৈরব ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো. আল আমিন জানান, সোমবার সকাল সোয়া ৯টার সময় জগন্নাথপুর এলাকায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে ৫ যাত্রী নিহত হন। ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল মিয়া জানান, মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। স্বজনদের সন্ধান পাওয়ার পর বাকি প্রক্রিয়া শেষ করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা