Apan Desh | আপন দেশ

কলকতায় ধর্ষণের দায়ে আ.লীগের ৪ নেতা গ্রেফতার 

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৩, ৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩৪, ৯ ডিসেম্বর ২০২৪

কলকতায় ধর্ষণের দায়ে আ.লীগের ৪ নেতা গ্রেফতার 

ফাইল ছবি

ভারতে ধর্ষণের অভিযোগে সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ চার নেতা গ্রেফতার হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) মেঘালয়ের শিলং পুলিশ কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদেরকে আটক করে। পরে রাতেই গ্রেফতারকৃত নেতাদের শিলংয়ে নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, যুবলীগের সহ-সভাপতি রিপন ও সদস্য জুয়েল। 

এ ছাড়া অন্য পলাতকরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু।

শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সিলেট থেকে পালিয়ে শিলংয়ে আসে আওয়ামী লীগের নেতারা। তারা একটি ফ্ল্যাটে অবস্থান করার সময় ধর্ষণের ঘটনায় জড়িয়ে পড়েন। ভুক্তভোগী শিলং থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় তাদেরকে গ্রেফতার করা হলেও আরও দুইজন আসামি পলাতক রয়েছেন।

সূত্রে আরো জানা গেছে, কলকাতার এ ফ্ল্যাট থেকে নাসির, মুক্তি, রিপন ও জুয়েল ছিলেন। এ ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও গ্রেফতার করেছিল শিলং পুলিশ। পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদবির শুরু করেন। এরপর মামলার এজহারে নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে কলকাতায় বসবাসরত সিলেট আওয়ামী লীগের একাধিক নেতা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, ধর্ষণের ঘটনায় মূলত সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি রিপন ও সদস্য জুয়েল জড়িত ছিলেন। কিন্তু একই ফ্ল্যাটে অবস্থান করায় নাসির ও মুক্তি সহ অন্যান্য নেতারাও মামলার আসামি হয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা