Apan Desh | আপন দেশ

৯ মাস পর সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেল জাহাজ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৮, ১ ডিসেম্বর ২০২৪

৯ মাস পর সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেল জাহাজ

ছবি : সংগৃহীত

দীর্ঘ নয় মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় ৬১৫ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে একটি জাহাজ রওনা দিয়েছে। 

কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘এমভি বারো আউলিয়া’ নামে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজটি বিকেল সাড়ে ৩টার দিকে দ্বীপে পৌঁছাবে বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে সেন্টমার্টিন যাওয়ার জন্য তিনটি জাহাজ অনুমতি পেলেও যাত্রী সংকটের কারণে একটিমাত্র জাহাজ যেতে পেরেছে বলে জানা যায়। দ্বীপে যাওয়া পর্যটকদের যাতে সেখানে প্লাস্টিক ব্যবহার করতে না হয় সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

তবে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে কোনো পর্যটককে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক নিয়ে উঠতে দেয়া হয়নি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন বলেন, পর্যটকদের সেন্টমার্টিনে প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করতে না হয় সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাটের ব্যাগ উপহার দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করে পর্যটকরা রেজিস্টেশন করেছেন। সেন্টমার্টিনের পরিবেশের কথা চিন্তা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে যাচাই-বাছাই করে দ্বীপটিতে পর্যটক যাওয়ার অনুমতি দেয়া হয়।

তবে নাফ নদীতে নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হচ্ছে না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। 

প্রতি বছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস টেকনাফ-সেন্ট মার্টিন ও কক্সবাজার-সেন্ট মার্টিন নৌ-রুটে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। বাকি ছয় মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়