Apan Desh | আপন দেশ

মমেকে ছাত্রলীগ নেতাকর্মীসহ ২৮ শিক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৯, ৫ অক্টোবর ২০২৪

আপডেট: ২২:১২, ৫ অক্টোবর ২০২৪

মমেকে ছাত্রলীগ নেতাকর্মীসহ ২৮ শিক্ষার্থী বহিষ্কার

আপন দেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)’কে ছাত্রলীগ নেতাকর্মীসহ ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেডিকেল কলেজটির অধ্যক্ষ ডা. মো. নাজমুল আলম খানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদকসেবন, সন্ত্রাসী কার্যকলাপ ও ছাত্র আন্দোলনকারীদের ওপর নির্যাতনের অভিযোগ আছে।

বহিষ্কৃতরা হলেন, ম-৫২ ব্যাচের শিক্ষার্থী অনুপম সাহা, মাশফিক আনোয়ার, ম-৫৩ ব্যাচের আব্দুল্লাহ আল হাসান, মেহেদী হাসান শিমুল, অনুপম দত্ত অর্ঘ, ম-৫৪ ব্যাচের মাহিদুল হক অয়ন, জাহিদুল ইসলাম তুষার, ম-৫৬ ব্যাচের মঞ্জুরুল হক রাজিব, ম-৪৭ ব্যাচের রাকিবুল হাসান রুকন, আলমগীর হোসেন, আশিক উদ্দিন, শিপন হাসান, সৈয়দ রায়হান আল আশরাফ, ম-৫৮ ব্যাচের রায়হান ফাল্গুন, অর্ণব সাহা, কামস আরেফিন, আসিফ রায়হান, ম-৫৯ ব্যাচের দিগন্ত সরকার, কুবের চক্রবর্তী, সিয়াম জাওয়াদ পুষণ, বিডিএস-৫ ব্যাচের সঞ্জীব সরকার বোনাস, সাইফুল ইসলাম, বিডিএস-০৭ ব্যাচের মুনতাসুর রাতুল, সানজিদ আহমেদ, বিডিএস-৮ ব্যাচের শাহরিয়ার ইফতেখার সৌমিক, আশিক মাহমুদ রিয়াদ, বিডিএস-১০ ব্যাচের আসিফ ইকবাল ও মেরাজ হোসেন বাঁধন।

একাডেমিক কাউন্সিলের সভায় বহিষ্কারের সিদ্ধান্তের পাশাপাশি অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করতে কমিটিও করা হয়। এতে অধ্যাপক ডা. জিম্মা হোসেন সভাপতি এবং ডা. মো. বদর উদ্দীন সদস্যসচিব হিসেবে আছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়