Apan Desh | আপন দেশ

‘নৌকায় ভোট দিলে ছেঁচি দিবেন’, ট্রাকের হুমকি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১২, ২ জানুয়ারি ২০২৪

‘নৌকায় ভোট দিলে ছেঁচি দিবেন’, ট্রাকের হুমকি

ছবি: আপন দেশ

নৌকা প্রতীকে ভোট দিলে ছেঁচি (পিষে) ফেলার হুমকি দিয়েছেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ। গত সোমবার বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে এ মন্তব্য করেন। তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের সমর্থক। এবং তার প্রধান নির্বাচনী সমন্বয়কও।

নৌকার ভোটারদের পিষে ফেলার হুমকি দেয়া ৪৩ সেকেন্ডের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে এবিএম জাফর উল্যাহকে বলতে শোনা যায়, ‘নির্বাচনের আগে কাদিরপুর ইউনিয়নে এটাই সমাপনী গণসংযোগ। অতএব বলছি, কাদিরপুরের একটা লোকও যদি ডান-বাম করেন তাদের খেদাই (তাড়িয়ে) দিবেন।’

“যেগুলো ওরে (নৌকার প্রার্থী) ভোট দিবে মনে করবেন ওদেরও কাদিরপুর থাকার অধিকার নেই। তাড়িয়ে দিবেন এখান থেকে। দুই একটা কালসাপ আছে। এদের চিহ্নিত করে নির্বাচনের দিন ছেঁচি (পিষে) দিবেন।”

আরও পড়ুন>> ‘নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো কিনা বলতে পারছি না’

অভিযোগ নাকচ করে দিয়ে ডা. এবিএম জাফর উল্যাহ বলেন, নৌকার বিরুদ্ধে এ ধরনের কথা আমি বলিনি। তবে যারা এ ধরনের অভিযোগ করছে তারাই এক সময় নৌকার বিরুদ্ধে কাজ করেছে।   

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, এটা নিয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

আপন দেশ/জিআর/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা