পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু
বাংলাদেশ সময় রোববার (০৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি চলবে টানা সাত ঘণ্টা ২৭ মিনিট ধরে ও শেষ হবে সোমবার (০৮ সেপ্টেম্বর) ভোররাতে। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়। পৃথিবীর ছায়া চাঁদকে সম্পূর্ণভাবে আচ্ছাদিত করে তখনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে। এ সময় চাঁদ গাঢ় লাল বা তামাটে রঙ ধারণ করে। যা সাধারণত ‘রক্তচাঁদ’ নামে পরিচিত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশের যেকোনো স্থান থেকে চন্দ্রগ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে। তবে আকাশে যদি মেঘ থাকে, তাহলে গ্রহণ দেখায় বাধা পড়তে পারে।
১০:৩১ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৫ রোববার